দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি। চলছে আনন্দ, হুল্লোড়। মাইকে বাজছে গান। এসব দেখে বেজায় চটেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘দুর্গাপুজোর গুঁতোয় প্রাণ অষ্ঠাগত’। নেটিজেনরা ছাড়েনি। সরকারি অনুদানের প্রসঙ্গ টেনে রীতিমতো কটাক্ষের সুরে বলছে, ‘৬০ হাজার টাকার আওয়াজ, একটু বেশি তো হবেই’।
লেখক, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, ‘…পুজো যার যার উৎসব সবার। এদিন এখানে দুর্গা পুজো চলছে। কিন্তু উৎসবের গুঁতোয় আমার প্রাণ ওষ্ঠাগত। বাসার উল্টো দিকের লাইট পোস্টে তিনখানা মাইক বাঁধা। সারাদিন বিকট জোরে গান বাজে। আর গান না বাজলে পুরোহিতের মন্ত্র বাজে। সেই বিকট আনন্দ উৎসবে না পারছি ঘরে তিষ্ঠোতে, না পারছি বাইরে বের হতে। এখন আমার মা দুর্গার কাছে একটাই কামনা হয় মাইককে বোবা করে দাও না হলে আমাকে কালা করে দাও’।
সেই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছেন, ‘মাইক বন্ধ করলে ভোট কমে যাবে কিন্তু’। অপর একজন লিখেছেন, ‘দুর্ভাগা বাংলায় দিদি দিয়েছেন ৬০ হাজার’। অপরজন লিখেছেন, ‘দাদা ৬০ হাজারের আওয়াজ, একটু বেশি তো হবেই’।