নাপিতের বেশে নারী পাচার! ২ হিন্দু যুবতীকে নিয়ে পালায় ইকবাল, দশ বছর পর পুলিশের জালে

বড়সড় নারী পাচার চক্রের পর্দাফাঁস। যোগীর পুলিশের হাতে ধরা পড়ল চক্রের মাথা ইকবাল। তার স্ত্রী পূজাকেও গ্রেফতার করেছে পুলিশ। নয়াগাঁও থানার সরায় অগহত গ্রামে নাপিতের কাজ করত ইকবাল। চাঁদনিবাগ এলাকায় তার দোকান ছিল। সেই দোকানের আড়ালেই চলত নারী পাচারের কাজ।

ইকবালরা পাঁচ ভাই। এক ভাই শহরে থাকেন। বাকি ৪ ভাই বাস করেন গ্রামে। ইকবাল প্রথম থেকেই নাপিতের কাজ করত। কিন্তু ২০১২ সালে দু’ জন হিন্দু মেয়েকে নিয়ে উধাও হয়ে যায়।

এই ঘটনায় ইকবাল সহ তার গোটা পরিবারের উপর অভিযোগ দায়ের করা হয়ে। গোটা পরিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। পরে ওই দুই মেয়ের খোঁজ পায় পুলিশ। অবশেষে গ্রেফতার হয় ইকবালও। আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে বিচারবিভাগীয় হেফাজত দেয়।

প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, সাইবার অপরাধের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ। ২০১৭ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশেই শিশু নির্যাতন, যৌন হেনস্থা, বেআইনি লেনদেনের মতো অভিযোগ জমা পড়েছিল ৪৯৭১টি। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৩৬০৪টি। কর্নাটকের স্থান তৃতীয়ে। এ রাজ্য থেকে শিশু পাচার, যৌন নির্যাতনের মতো অভিযোগ জমা পড়েছে ৩১৭৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.