টানা চতুর্থবার সেরা মুখ্যমন্ত্রী যোগী, তৃতীয় স্থানে মমতা

আগামী মার্চে চার বছর পূর্ণ হবে যোগী জমানার৷ তার আগে আরও একবার ভারতের সেরা মুখ্যমন্ত্রীর তকমা ছিনিয়ে নিলেন যোগী আদিত্যনাথ৷ এই নিয়ে টানা চারবার সেরার শীর্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গোবলয়ের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেরা পারফর্মার হিসাবে শীর্ষ স্থান দখল করেছেন৷ মুড অফ দা নেশন (MOTN) জানুয়ারি ২০২১ সমীক্ষায় দেখা গিয়েছে মোট ভোটের ২৫ শতাংশ পেয়েছেন যোগী আদিত্যনাথ৷ তবে হাথরাস গণধর্ষণ ও মৃত্যু মামলার পর কড়া সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ এই মুখ্যমন্ত্রী৷ রাজ্যে ‘লাভ জিহাদ’ বিরোধী আইন নিয়েও সামালোচিত হয়েছিলেন তিনি৷ যদিও তাঁর জনপ্রিয়তায় এর কোনও প্রভাব পড়েনি৷ বরং তাঁর গত অগাস্টের পর অ্যাপ্রুভাল রেটিং বেড়েছে ১ পয়েন্ট৷

সমীক্ষা বলছে, আদিত্যনাথের লাভ জিহাদ বিরোধী আইনকে সমর্থন জানিয়েছে ৫৪ শতাংশ মানুষ৷ ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন আদিত্যনাথ৷ এর মধ্যে রয়েছে গোহত্যা বিরোধী আইনও৷

অন্যদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ মোট ভোটের ১৪ শতাংশ পেয়েছেন তিনি৷ তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি৷ চতুর্থ স্থানে রয়েছে চতুর্থবারের জন্য বিহারের মসনদে বসা নীতীশ কুমার৷ তিনি পেয়েছে ৬ শতাংশ ভোট৷ পঞ্চম স্থানে রয়েছেন জগনমোহন রেড্ডি৷

অন্যদিকে, রাজ্যস্তরে ৫১ শতাংশ ভোট নিয়ে সেরা মুখ্যমন্ত্রীর তকমা পয়েছেন নবীন পট্টনায়েক৷ ৪১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এর পর রয়েছে যোগী আদিত্যনাথ (৩৯ শতাংশ), মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে (৩৫ শতাংশ) এবং তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও (৩৫ শতাংশ)৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.