আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের একাধিক পৌরসভার নির্বাচন। সেই কথা মাথায় রেখেই এবারের পৌরভোটে কল্পতরু হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটে বিপর্যয়ের পর পরিস্থিতি সামাল দিতে পরামর্শদাতা হিসেবে তৃণমূল নিয়োগ করেছে প্রশান্ত কিশোরকে। তা সত্বেও, রাজ্যের আমজনতার মন পেতে মুখ্যমন্ত্রীর জনমোহিনী বাজেট করবেন বলেই মত রাজনৈতিক মহলের।
গত লোকসভা ভোটে রাজ্যের যুব সম্প্রদায়ের ভোট হারিয়েছিল তৃণমূল। তাই মনে করা হচ্ছে এবারের ভোটে যুব সমাজকে আকৃষ্ট করতে নতুন বেশকিছু প্রকল্পের ঘোষণা করবেন অর্থমন্ত্রী। আজ দুপুর দুটো রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। গত শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড় বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করে দিয়েছেন।