ইভিএম কারচুপির আশঙ্কা ওড়াল কমিশন। আজ নির্বাচন কমিশন জানিয়ে দিল, বিরোধী পক্ষ একাধিক আশঙ্কা প্রকাশ করলেও করা নিরাপত্তায় আগামী ২৩-এ গণনা হবে। কমিশন জানিয়ে দেয়, প্রতিটি পদক্ষেপে ভিডিওগ্রাফি করা হবে ওই দিন। ফলে কারচুপির প্রসঙ্গই উঠছে না। গণনা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে দিল কমিশন।
প্রসঙ্গত, প্রথম থেকেই ইভিএম কারচুপি সহ একাধিক আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিরোধী দলগুলি। প্রায় একই সুরে কথা বলে আসছে কংগ্রেসও। যে কারণে ভিভিপ্যাটে একশো শতাংশ গণনার আর্জি জানানো হয়েছিল। সেই আবেদন যেমন নির্বাচন কমিশন মানেনি, তেমনি সুপ্রিম কোর্টও খারিজ করে দিয়েছে।
এমত পরিস্থিতিতে গণনার একদিন আগে আশঙ্কা মুক্ত করতে বিবৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের মতে, পর্যাপ্ত নিরাপত্তায় গণনা হবে। যেহেতু সবটা ভিডিওগ্রাফির মাধ্যমে হবে, অতএব, কারচুপি প্রশ্ন উড়িয়ে দিলেন কমিশনের আধিকারিকেরা।