‘দেশের ইতিহাসচর্চা নিয়ে বহু বিভ্রান্তি রয়েছে’, ‘এক শ্রেণির ইতিহাসবিদকে’ কাঠগড়ায় দাঁড় করালেন অমিত শাহ

চলতি সপ্তাহে বুধবারে ‘রেভোলিউশনারিস- দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওয়ান ইটস ফ্রিডম’ নামক ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপর রচিত একটি বইয়ের প্রকাশনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একদিকে নামোল্লেখ না করে কটাক্ষের তীরে বিঁধলেন কংগ্রেসকে এবং অপরদিকে কাঠগড়ায় দাঁড় করালেন একশ্রেনীর ইতিহাসিকবিদকে।

তিনি প্রথমে বলেন, “যদি সমান্তরাল ভাবে সশস্ত্র আন্দোলন না চলত, তাহলে দেশের স্বাধীনতা অর্জন করতে আরও কয়েক দশক সময় লেগে যেত ভারতের”। তাঁর আরও সংযোজন, “এটা সত্য যে, ভারত স্বাধীন করতে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নিজস্ব তাৎপর্য ও অবদান ছিল। কিন্তু বলতে গেলে সশস্ত্র বিপ্লব নগণ্য ছিল না। সশস্ত্র বিপ্লবকে বিক্ষিপ্ত, অসংগঠিত বলে অভিহিত করে অহিংস আন্দোলনের গুরুত্ব কমিয়ে দেখানো ঠিক নয়।

এরপরে তিনি একশ্রেনীর ইতিহাসবিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, “দেশের ইতিহাসচর্চা নিয়ে বহু বিভ্রান্তি রয়েছে এখনও। যেই ইতিহাসবিদদের কাছ ছিল ভারতীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের ইতিহাস লেখা, তাঁরা ঠিক ভাবে কাজ করতে পারেননি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.