খবর করতে গিয়ে সাংবাদিককে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদমাধ্যম | আর সেই সংবাদমাধ্যম বা সাংবাদিকদের উপর আঘাত হানা মানে গণতন্ত্রের উপরই আঘাত হানা | যা অতন্ত্য নিন্দনীয় | আর সেই নিন্দনীয় ঘটনায় ঘটল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে | হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকার বাসিন্দা হাসিমউদ্দিন | তিনি অভিযোগ করেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী অলোক পোদ্দারের বিরুদ্ধে | অভিযোগ , তার প্রধান মন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকেছে | আর স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তৃনমূল নেতা অলোক পোদ্দার সেই টাকা থেকে ঘুষ নিতে চাইছেন | নাতো হুমকি দিচ্ছেন সে তার ঘরের টাকা পাবে না | এরকম অভিযোগ নতুন নয় এই নেতার বিরুদ্ধে এরকম হুমকি দেওয়ার অভিযোগ আগেও উঠেছে | আর সেই অভিযোগ শুনেই গতকাল এই বিষয়ে খবর করতে যান হরিশ্চন্দ্রপুরের বরিষ্ঠ সাংবাদিক তনুজ জৈন | আর অভিযোগ সেই সময় তনুজ বাবুকে ওই নেতা তার দলবল নিয়ে আক্রমণ করেন | প্রথমে তার বাইক ছিনতাই করে নেওয়া হয় | তারপর ঘরে ঢুকিয়ে তাকে বেধড়ক মারধর ও পর্যন্ত করা হয় | এমনকি অভিযোগ গলায় ফাঁস দিয়ে ওই সাংবাদিকের প্রাণনাশের চেষ্টাও করে ওই অভিযুক্ত তৃনমূল নেতা | ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তনুজ জৈন | পরে সেখান থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা | হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এবং তার চিকিৎস্যা করা হয় | রাতে রেফার করা হয় চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে | এলাকায় পঞ্চায়েত সদস্য হিসেবে পরিচিত অলোক পোদ্দার আসলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা অপরূপা পোদ্দারের স্বামী | স্ত্রীর কাজ ব কলমে তিনিই চালান | গ্রামের অনেকেরই অভিযোগ দীর্ঘদিন সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা থেকে কাটমানি চাইছেন ওই নেতা | না দিলে হুমকি দিচ্ছেন টাকা পাবে না | অনেকেই ভয়ে মুখ খুলতে পারে না বলেও শোনা গেছে |

এই মর্মে আজ হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে অভিযুক্ত অলোক পোদ্দার ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তনুজ | এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জেলা সাংবাদিক মহল | সাথেই দাবি করেছে যাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হয় |

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা জয় করে মালদা কোভিড হাসপাতাল থেকে ফিরেছেন তনুজ জৈন | এলাকার একজন দায়িত্ববান নির্ভিক সাংবাদিক বলেই পরিচিত তিনি | সর্বদা নিজের কর্তব্যে অবিচল তনুজ এই মহামারীর আবহে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হন | সুস্থ বাড়ি ফেরার পরেই পেশার টানে কাজ এ যোগ দেন তিনি | কোথাও কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে ছুটে যান তনুজ | তাই এই অভিযোগ শোনামাত্রই সত্য ঘটনা তুলে ধরার জন্য বেরিয়ে পড়েন তিনি | কিন্তু ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হল তৃণমূল নেতার কাছে | প্রশ্ন উঠছে তাহলে শাসক দলের এই নেতা কোন সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য আজ সাংবাদিকের উপর আক্রমণ করলেন ? যেখানে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী বারবার নির্দেশ দিচ্ছেন যাতে কোনো রকম দুর্নীতির সেক্ষত্রে কোন সাহসে দলের নেতারা গরিব মানুষদের ঘরের টাকা থেকেও কাটমানি চাই ? গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.