ফের একবার আর্য আক্রমণের তত্ত্ব উড়িয়ে ‘বামপন্থী ইতিহাসবিদ’দের তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, আর্যরা বাইরের কোনও দেশ থেকে আসেনি। আর্যরা ভারতে কোনওদিন আক্রমণ চালাননি বলেও দাবি করেন বিজেপির হিন্দুত্বের পোস্টারবয় যোগী। গোরক্ষপুরের এক অনুষ্ঠানে গিয়ে যোগী দাবি করেন, বামপন্থী ইতিহাসবিদরা ব্রিটিশদের কথা মতো এই সংক্রান্ত তথ্য বিকৃত করেছেন। আর্যদের মূল ভারতেই।
যোগী বলেন, ‘বেদ, পুরান, উপনিষদ বা রামায়ণ এবং মহাভারত সহ হিন্দু ধর্গ্রন্থের কোনটিই বলে না যে আর্যরা বাইরে থেকে এসেছে। এমনকি মা সীতা রামায়ণে ভগবান রামকে আর্যপুত্র বলে সম্বোধন করেছিলেন। কিন্তু ধূর্ত ব্রিটিশরা বামপন্থী মতাদর্শের ইতিহাসিকদের লিখতে বলে যে আর্যরা বাইরে থেকে এসেছিল।’ট্রেন্ডিং স্টোরিজ
এটিকে ইতিহাসের ভুল উপস্থাপন এবং ইতিহাসের একটি ‘কালো অধ্যায়’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে একটি ষড়যন্ত্রের কারণে আমাদের জাতিকে দীর্ঘদিন ভুগতে হয়েছে কারণ এই মিথ্যে ভারতীয়দের গৌরবময় অতীত সম্পর্কে জানতে দেয়নি। তিনি প্রশ্ন তোলেন, ‘এই ধরনের বিকৃত জ্ঞান কীভাবে মাতা ভূমি পুত্রহোম পৃথীবমের (পৃথিবী আমাদের মা এবং আমরা পৃথিবীর পুত্র) অনুভূতি জাগিয়ে তুলবে?’
মুখ্যমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত ভারতীয়দের ডিএনএ এক এবং তাই সমগ্র দেশ এক। তিনি বলেন, ‘আর্য ও দ্রাবিড়দের মধ্যে বিরোধটি ভুয়া এবং ভিত্তিহীন। গবেষণায় দেখা গেছে যে সমস্ত ভারতীয়দের একই ডিএনএ রয়েছে। শতাব্দী ধরে, বিভিন্ন জাতি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ভারতীয় জাতিগুলি সমৃদ্ধ হচ্ছে। আমরা বিশ্বকে বাসুদাইব কুটুম্বকমের মন্ত্র দিয়েছি (সমগ্র পৃথিবী একটি পরিবার)। এজন্য ভারত মহান।’
যোগী আরও বলেন, ‘আর্য ও দ্রাবিড়দের মধ্যে বিরোধটি ভুয়ো এবং ভিত্তিহীন। গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত ভারতীয়দের একই ডিএনএ রয়েছে। শতাব্দী ধরে, বিভিন্ন জাতি বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু ভারতীয় জাতিগুলি সমৃদ্ধ হচ্ছে। আমরা বিশ্বকে বাসুদেব কুটুম্বকমের মন্ত্রে দেখি (সমগ্র পৃথিবী একটি পরিবার)। এজন্য ভারত মহান।’