বিহারে চলছে দ্বিতীয় দফার ভোট, ভাগ্যপরীক্ষা তেজস্বী, তেজ প্রতাপের

বিহারে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট। এদিন ৯৪টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভাগ্যপরীক্ষা হবে আরজেডি নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের। লড়াইয়ের ময়দানে আছেন তাঁর দাদা তথা আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। সবমিলিয়ে এদিন ১৪৫০ জন লড়ছেন বিভিন্ন দলের হয়ে। 

সকাল সাতটায় শুরু হলেও কোভিডের জেরে সন্ধ্যা ৬টা অবধি চলবে ভোটগ্রহণ। মাওবাদী অধ্যুষিত এলাকায় যদিও আগে ভোট শেষ হবে। যারা করোনা আক্রান্ত বা যাদের মধ্যে রোগের লক্ষণ রয়েছে, তারা শেষ ঘণ্টায় ভোট দিতে পারবেন। বাল্মিকী নগর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনও হচ্ছে এদিন। 

এদিন আরজেডির দুই হেভিওয়েট নেতা ছাড়াও নীতিশ মন্ত্রিসভার চার সদস্য লড়াইয়ে আছেন। এলজেপির হয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি এদিন প্রতিদ্বন্দ্বীতা করছেন। শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহাও এবার নির্বাচনে লড়ছেন। সব মিলিয়ে ২.৮৫ কোটি ভোটারের হাতে আজ ১৪৬৩ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তবে এই ১৪৬৩ জনের মধ্যে ১৩১৬ জন পুরুষ। 

এদিনের ভোটে আরজেডির ৫৬, এলজেপির ৫২, বিজেপির ৪৬, জেডিইউ-র ৪৩ জন লড়ছেন। বিহারর ১৭টি জেলা জুড়ে ভোট হচ্ছে। সেগুলি হল পশ্চিম চম্পারন, পূর্ব চম্পারন, সিওহার, সিতামারহি, মধুবনি, দ্বারভাঙ্গা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, খাগারিয়া, ভাগলপুর, নালন্দা ও পাটনা। 

কোভিডের জেরে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ও স্যানিটাইজারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর প্রদেশের সঙ্গে বিহারের বর্ডার সিল করে দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটে ৫৫ শতাংশ ভোট পড়েছিল, যেটা গত বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি। সেই ট্রেন্ড এবারও অব্যাহত থাকে কিনা, সেটা দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.