বাজেটে অর্থনীতির উন্নয়ন নিয়ে আলোচনা চান প্রধানমন্ত্রী

দ্বিতীয় বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই দশকের , প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর (Ramnath Kovind) বক্তৃতা দিয়ে শুরু হল এই বাজেট অধিবেশন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেট প্রসঙ্গে নিজের ভাবনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, “দশকের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছি আমরা। সংসদের দুই কক্ষেই আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। আমরা চেষ্টা করব সেই আলোচনার স্তর যাতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।” প্রসঙ্গত, দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়া ও বেকারত্ব গত ৪৫ বছরের রেকর্ড ভেঙে দেওয়ার ঘটনাও কেন্দ্রীয় সরকারের কাছে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই কারণে এদিন প্রধানমন্ত্রী সংসদের দুই কক্ষ সমস্ত রাজনৈতিক দলকে অর্থনৈতিক বিষয়ে আলোচনার কথা বলেছেন।

এছাড়াও তিনি মহিলা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন। মোদির কথায়, আমাদের সরকার দেশের দলিত, শোষিত, নিপীড়িত সমাজের মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছে। আগামী দিনেও যাতে সেই কাজের প্রতি আনা যায় সে বিষয়ে এই বাজেটে আলোচনা হবে। আগামীকাল ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.