গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাইকে প্যাটেলকে বাবার মতো মনে করতেন তিনি। কেশুভাই প্যাটেল আর নেই, বৃহস্পতিবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেশুভাই প্যাটেল। কেশুভাই প্যাটেলের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেশুভাইয়ের প্রয়াণের পরবর্তী দিন, সশরীরে গুজরাটের গান্ধীনগরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে শুক্রবার গুজরাটে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন আহমেদাবাদের বিমানবন্দরে নামার পর, সেখান থেকে সর্বপ্রথম গান্ধীনগরে কেশুভাইয়ের বাসভবনে যান প্রধানমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কথা বলেন কেশুভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে।
সম্প্রতি প্রয়াত হয়েছেন গুজরাটি চলচ্চিত্র জগতের দু’জন কিংবদন্তী মহেশ এবং নরেশ কানোডিয়া। এদিন গান্ধীনগরে মহেশ এবং নরেশ কানোডিয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। মহেশ ছিলেন একজন সুরকার ও প্রাক্তন বিজেপি সাংসদ এবং নরেশ ছিলেন গুজরাটি সুপারস্টার।