শুরু হল বিজেপির ‘সেবা-ই সংগঠন’ কর্মসূচিতে । শনিবার ভিডিও কনফ্রেন্সিংয়ের মাধ্যমে ‘সেবা-ই সংগঠন’ কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই কার্যক্রমে প্রধানমন্ত্রী করোনার সময়কালে দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত সেবার কাজের ভূয়সী প্রশংসা করে, এটিকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেবা হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যাপক আকারে, বৈচিত্র্যসহকারে এই কাজ করা হয়েছে তা অভিনন্দনযোগ্য। কারণ, সঙ্কটের সময়ে বিজেপি কর্মীরা সবচেয়ে বড় সেবার কাজ করেছেন। এজন্য বিভাগীয়, জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে এই কাজগুলি সংকলিত করা দরকার। এদিন তিনি আরও বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এই সেবা কাজের সংকলন উদ্বোধন করা হবে। এটি বিশ্বকে অনুকরণীয় অবদান হিসাবে উদ্বুদ্ধ করবে।
শনিবার ভিডিও কনফ্রেন্সিংয়ের মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া ‘সেবা-ই সংগঠন’ কার্যক্রম চলাকালীন সাতটি রাজ্য রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, কর্ণাটক, অসম ও উত্তরপ্রদেশ করোনার সময়কালে তাদের সেবা কাজের তথ্য দিয়েছিল। প্রধানমন্ত্রী এই সময়কালে প্রতিটি রাজ্য দ্বারা সম্পাদিত কাজের প্রশংসা করেন এবং তাদের একটি সংকলন প্রস্তুত করতে বলেন। তিনি জানান বিজেপি শাসন ক্ষমতাকে সেবার মাধ্যম হিসাবে বিবেচনা করে এবং আমরা এটিকে ব্যক্তিগত স্বার্থপরতার জন্য ব্যবহার করি না।
এদিনের কার্যক্রমে সারা দেশ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেওয়া বিজেপি কর্মীদের সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, জনসঙ্ঘ এবং বিজেপি উভয়ের লক্ষ্য ছিল সর্বদা দেশকে সুখী ও সমৃদ্ধ করা। এক সেবার মাধ্যমে, সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের কর্মীরা একটি কঠিন পরিস্থিতিতে নিবেদিত প্রাণ হয়ে জনগণের সেবা করেছে।এ সময়ে প্রধানমন্ত্রী করোনার সংকটে জনগণের সেবা করার সময় প্রাণ হারানো শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজেপি কর্মীরা করোনার সংকটকে একটি সুযোগে পরিণত করেছেন। তাঁর নিবেদিত কর্মের দ্বারা তাঁরা মানুষের জীবনকে সহজ করে তুলেছেন। এর জন্য তিনি গর্বিত যে, বিজেপি কর্মীরা সেবাকে একটি লক্ষ্য হিসাবে বিবেচনা করেছিলেন। তিনি বলেন, আমরা এই সেবারভাব পেয়েছি আমাদের সংস্কার মূল্যবোধ এবং আদর্শ থেকে পেয়েছি। বিজেপি কর্মীরা একই মনোভাব নিয়ে সেবা কাজ চালিয়ে যাবেন। আমাদের সংস্থা মানে। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং বহু নিবেদিত বিজেপি কর্মী আমাদের আদর্শের জীবনযাপন করেছেন, আমাদেরকে সেবা কাজ করার জন্য অনুপ্রাণিত করেছেন । সঙ্কটের সময়, এই উপলব্ধি করা হয়েছে যে সমাজ এখন আমাদের উপর বিশ্বাস করে।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা। এসময় কেন্দ্রীয় মন্ত্রীরা নির্মলা সীতারমন জেনারেল ভি কে সিং, সন্তোষ গাঙ্গোয়ার, শ্রীপদ নায়ক, সঞ্জীব বালায়ণ, সাধ্বী নিরঞ্জন জ্যোতি উপস্থিত ছিলেন। দলীয় সদর দফতরে ভার্চুয়াল মাধ্যমে সাহায্যে এই অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির সংগঠনের সাধারণমন্ত্রী রিয়েল সন্তোষ, রাম মাধব, অনিল জৈন, সহ-সভাপতি বিনয় সহাস্ত্রবুদ্ধি, ভূপেন্দ্র যাদব এবং অরুণ সিং।