সোমবার সাগরদিঘিতে উপনির্বাচন। আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সব ক’টি রাজনৈতিক দলই। ভোট বিশেষজ্ঞদের একাংশের মত, এ বার সাগরদিঘিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। নির্বাচনী প্রচারকে তুঙ্গে নিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪২
বিজেপির এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ
উপনির্বাচনের আগে রবিবার রাতেও উত্তেজনা ছড়িয়েছিল সাগরদিঘিতে। বিজেপি এজেন্টকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, ১৩৯ নম্বর বুথে তাদের এজেন্টকে ভয় দেখাতে এসেছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়। রাতে তাঁকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৭
ভোটারদের টোটোয় তৃণমূলের ফেস্টুন
তৃণমূলের ফেস্টুন লাগানো টোটোয় ভোটারদের নিয়ে আসা হচ্ছে, এই অভিযোগে উপনির্বাচনের সকালে উত্তপ্ত সাগরদিঘির একাংশ। অভিযোগ, ৭৮ নম্বর বুথে বড়গরা এলাকায় যে টোটোয় চাপিয়ে ভোটারদের বুথে নিয়ে আসা হচ্ছে, সেই টোটোতে লাগানো রয়েছে শাসকদলের ফেস্টুন।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২২
কংগ্রেস প্রার্থীকে বাধা
সাগরদিঘি উপনির্বাচনে সকাল সকাল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কংগ্রেস শিবিরের দাবি, তাঁকে ২১০ এবং ২১১ নম্বর বুথে ঢুকতে দেওয়া হয়নি। পরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৯
প্রিসাইডিং অফিসার বদল
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ৫৩ নম্বর ডাংরাইল বুথে প্রিসাইডিং অফিসার বদল। যিনি দায়িত্বে ছিলেন, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। যার জেরে বেশ কিছু ক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল ওই বুথে। নতুন প্রিসাইডিং অফিসার আসার পর সকাল ৭টা ৫২ মিনিট থেকে ফের ভোট শুরু হল।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪০
প্রার্থী কারা
সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হলেন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়। দেবাশিষ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। বিজেপি প্রার্থীর নাম দিলীপ সাহা। কংগ্রেস প্রার্থী হলেন বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে বামেরা।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৬
বুথের বাইরে লাঠিধারি পুলিশ
সাগরদিঘির উপনির্বাচনে ১৩০০ জন ভোটকর্মী থাকছেন। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের বাইরে ২ জন করে লাঠিধারি পুলিশ থাকবেন।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৪
আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা
সাগরদিঘি উপনির্বাচনে ২৪৫টি সাধারণ বুথ ও একটি অক্সিলিয়ারি বুথ। প্রায় ৫০ শতাংশ বুথ ‘স্পর্শকাতর’। প্রতিটি বুথেই হবে ওয়েট কাস্টিং, থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকছে ২২টি ক্যুইক রেসপন্স টিম, ৩টি এইচআরএফএস। থাকছে ৩ জন জ়োনাল ম্যাজিস্ট্রেট, ২২টি পুলিশ সেক্টর। তার পরিচালনায় থাকবেন ১ জন করে এএসআই।
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩
জারি ১৪৪ ধারা
সাগরদিঘিতে ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধে ৬.৩০ মিনিট পর্যন্ত। রবিবার সন্ধ্যা থেকেই প্রতি বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।