সস্ত্রীক ট্রেনে চেপে কানপুর গেলেন রাষ্ট্রপতি, ৩-দিন থাকবেন সেখানেই

সস্ত্রীক ট্রেনে চেপে উত্তর প্রদেশের কানপুরে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে দিল্লির সদফরজং রেল স্টেশন থেকে বিশেষ ট্রেনে চেপে কানপুরের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ। স্টেশনে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীকে ছাড়তে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল ও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা।
আগামী ৩ দিন কানপুরেই থাকবেন রাষ্ট্রপতি। প্রায় ১৮ মাস নিজের শহর কানপুরের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি। কানপুরে পৌঁছনোর পর রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ১৫ বছর পর এই প্রথম ট্রেনে সফর করলেন একজন রাষ্ট্রপতি। এর আগে ২০০৬ সালে ট্রেনে সফর করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। আগামী ২৭ জুন কানপুর দেহাত জেলার পরাউঙ্খ গ্রামে, নিজের জন্মভিটেতে যাবেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.