সংসদে যা দেখা যায়নি তা দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। এবার শাসক–বিরোধী প্রত্যেক বিধায়ককে ল্যাপটপ কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। ডিজিটাল ইন্ডিয়ার ডাক প্রধানমন্ত্রী দিলেও এমন উদ্যোগ নিতে দেখা যায়নি। সেখানে প্রত্যেক বিধায়ককে ল্যাপটপ কিনে দেওয়ার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে ধার্য করা হয়েছে। প্রত্যেক বিধায়ক এই টাকা পাবেন বলে বিধানসভা সূত্রে খবর।
ঠিক কী জানাচ্ছে বিধানসভা? বিধানসভার অন্দরের খবর, এই ল্যাপটপ কেনার টাকা দেবে বিধানসভা কর্তৃপক্ষই। এই অর্থ প্রাপ্তির আগে বিধায়করা ল্যাপটপ কিনে জিএসটি–সহ বিল জমা দেবেন বিধানসভায়। তার পর সেই বিল যাচাই করে টাকা দেওয়া হবে। আর মন্ত্রীদের ক্ষেত্রে ল্যাপটপ কেনার জন্য দেওয়া হবে ৬০ হাজার টাকা। এই টাকা তাঁদের অ্যাকাউন্টে পড়বে সংশ্লিষ্ট দফতর থেকে। সুতরাং বিধানসভায় মারামারি করেও এখন ল্যাপটপ পাবেন সব বিধায়করা।ট্রেন্ডিং স্টোরিজ
কেন এই উদ্যোগ নেওয়া হচ্ছে? বিধানসভা সূত্রে খবর, এটা একটা রীতি। প্রত্যেকবার বিধানসভা নির্বাচনের পর নতুন বিধানসভায় পালন করা হয়। নতুন ল্যাপটপ কিনে দেওয়া হয় বিধায়কদের। তবে এবার ল্যাপটপ কেনার জিএসটি বিল দিলেই মিলবে টাকা। তবে রাজ্য মন্ত্রিসভায় এখন ৪২ জন মন্ত্রী আছেন, তাঁদের দফতর থেকেই নতুন ল্যাপটপ কেনার টাকা দেওয়া হবে। বিধায়কদের জন্য এই ল্যাপটপ কিনতে মোট ব্যয় হবে এক কোটি ২৫ লক্ষ টাকা।
এই ল্যাপটপ কেনার নিয়ম কী? বিধানসভা থেকে জানা যাচ্ছে, ল্যাপটপ কিনতে বিধায়কদের সচেতন থাকতে হবে। কারণ এখানে জিএসটি বিল বাধ্যতামূলক করা হয়েছে। এই বিল জমা পড়লেই মিলবে অর্থ। না হলে তা পাওয়া যাবে না। এই নিয়ে আগে সমস্যা দেখা দিয়েছিল বলেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। জিএসটি বিল জমা দেওয়ার একসপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন বিধায়করা।