করোনা মোকাবিলায় গঠিত কেন্দ্রীয় উচ্চস্তরীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বিগত কয়েক মাস ধরে করোনা যোদ্ধারা যে নিরলসভাবে লড়াই করে চলেছে তার প্রশংসা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: হর্ষবর্ধন। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে সহ অন্যান্য মন্ত্রীরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগ (স্বাস্থ্য) ডা: বিনোদ কে পাল। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন হর্ষবর্ধন নিজে।
এদিনের বৈঠকে তিনি জানিয়েছেন, ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৮৬.৭৮ শতাংশ। সেখানে মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। ভারতে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬২ লক্ষ ২৭ হাজার ২৯৫। আগে যেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণহতে তিনদিন সময় লাগতো। সেখানে এখন দ্বিগুণ হতে সময় লাগছে ৭৪.৯ দিন। কিন্তু শীতকাল এবং উৎসবের মরসুমে যথাসম্ভব স্বাস্থ্যবিধি এবং করোনা বিধি মেনে চলা একান্ত প্রয়োজন বলে বৈঠকে জানিয়েছেন হর্ষবর্ধন। এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে করোনার বিরুদ্ধে অভিযানের ডাক আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইমতো গোটা দেশবাসীকে সতর্ক হতে হবে আগামী শীত এবং উৎসবের মরসুমগুলিতে। বৈঠকে নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডা: বিনোদ কে পাল মন্ত্রিগোষ্ঠীর এই বৈঠকে প্রতিষেধক আবিষ্কার এখন কোন পর্যায়ে রয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেন। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষেধকের আবিষ্কার এখন কোন স্থিতির মধ্যে রয়েছে তাও ব্যক্ত করেন তিনি। বৈঠকে উপস্থিত এনসিডিসি অধিকর্তা ডা: সুজিত কে সিং বিস্তৃত ডেটা রিপোর্ট মন্ত্রিগোষ্ঠীর সামনে তুলে ধরেন। তিনি দেখান যে যদি স্বাস্থ্যবিধি মেনে চলা যায় তবে করোনা র ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব।