‘#টু ইয়ারস অফ বেঙ্গল কিলিং’— হ্যাশট্যাগের মাধ্যমে ২০২১ এর ২ মে ভোট পরবর্তী হিংসার কথা স্মরণ করে তৃণমূল ও তার সঙ্গীদের রাজ্য থেকে বহিষ্কারের অঙ্গীকারের আর্জি জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “পরিস্থিতি নির্বিশেষে দলের প্রতি যে অঙ্গীকার দেখিয়েছে তার জন্য আমি পশ্চিমবঙ্গ বিজেপি-র সমস্ত কর্মকর্তাদের কাছে প্রণাম জানাই। এই দিনে, আসুন তৃণমূল কংগ্রেস এবং তাদের অপ্রকাশিত সহযোগীদের পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা অবশ্যই সফল হব।“
অপর টুইটে তিনি লিখেছেন, “অধীনস্থ পুলিশ বাহিনী নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল কারণ টিএমসি কর্মীদের লুণ্ঠনকারী জনতা সন্ত্রাস ছড়িয়েছিল। এটি কখনও কখনও শুধু নৃশংসতার কাজ ছিল না বরং রাষ্ট্রীয় প্রশাসনের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় একটি নিয়মতান্ত্রিক গণহত্যা ছিল। দেশের কোনো রাজ্যে এমন সহিংসতা দেখা যায়নি।”
সুকান্তবাবু লিখেছেন, “স্বৈরশাসকের কাজ ৬১টি প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার গৃহহীন হয়েছে, মা ও শিশুদের রেহাই দেয়নি। কারণ পশ্চিমবঙ্গ প্রশাসনের সম্পূর্ণ পতনের সাক্ষী ছিল৷ পশ্চিমবঙ্গ বিজেপি-র কর্মকর্তারা হিংসা অব্যাহত থাকায় অন্যান্য রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল৷
চতুর্থ টুইটারে তিনি লিখেছেন, “২০২১-এর ২ মে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অন্ধকার দিন। তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মকারদের উপর ভয়ঙ্কর হিংসা চালায়। রাজ্য জুড়ে কয়েক মাস ধরে ধর্ষণ, অগ্নিসংযোগ, খুন ও লুট অব্যাহত ছিল কারণ ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ব্যাঙ্গের হাসি হাসলেন। তাঁর ভোটাররা সন্ত্রাস ছড়ান।”