ভোট পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাতে রাজ্যজুড়ে ‘শহিদ সম্মান যাত্রা’ আয়োজন করতে চলেছে বিজেপি। শনিবার রাজ্য বিজেপির সদর দফতরে তার প্রস্তুতি বৈঠক হয়। বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শহিদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করবেন নবনিযুক্ত ৪ কেন্দ্রীয় মন্ত্রী।
এদিনের বৈঠকে দিলীপবাবু ছাড়াও হাজির ছিলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়করা।
বৈঠকের পর দিলীপবাবু বলেন, ভোটপরবর্তী হিংসায় আমাদের ৫৫ জন কর্মী শহিদ হয়েছে। তাঁদের স্মরণে রাজ্যজুড়ে শহিদ স্মরণ যাত্রা আয়োজন করবে বিজেপি। এই যাত্রায় অংশগ্রহণ করবেন রাজ্যের নবনিযুক্ত চার মন্ত্রী। সঙ্গে থাকবেন বিজেপি নেতা ও কর্মীরা।
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় তাদের ওপর আক্রমণ হচ্ছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। বিজেপির দাবি ৫ মে থেকে অন্তত ৫৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন রাজ্যে। বিজেপিকে সমর্থন করার অপরাধে ধর্ষিতা হয়েছেন বহু নারী। যদিও তা মানতে নারাজ শাসকদল তৃণমূল।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন মিটতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। সংগঠনকে চাঙ্গা রাখতে তাই লাগাতার কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপিও।