তৃণমূলী বর্বরতার শিকার হলেন জেলা পর্যবেক্ষক সুদীপ্ত চ্যাটার্জী, জেলা আইটি কো কনভেনার দীপঙ্কর চৌধুরী। একটুর জন্য বেঁচে যান দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাননীয় শ্রী গৌরী শংকর ঘোষ। বিজেপি নেতাদের ওপর হামলা করে মানুষের মনে ভয় সঞ্চার করতে চাইছে এই বর্বর তৃণমূল।
মাননীয় গৌরী শঙ্কর ঘোষের সভাপতিত্বে মুর্শিদাবাদ জেলায় হাজার হাজার মানুষ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা দৃঢ় সংকল্পে গৌরীদার নেতৃত্বে কাজ করছেন তা দেখে ভয় পেয়েছে তৃণমূল।
সৌভাগ্যের বিষয় গৌরীদা তখন একটি প্রশিক্ষণ বর্গে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। হামলার আসল টার্গেট তিনি ছিলেন বলে মনে করা হচ্ছে।
মাননীয় মমতা ব্যানার্জি ও তার তৈরী তৃণমূল পশ্চিমবঙ্গে ভয়ের আবহাওয়া সঞ্চার করে 2021 এর বৈতরণী পার হতে চেষ্টা করছেন। কিন্তু মমতা ব্যানার্জির তৃনমূলের অত্যাচারে মানুষ বীতশ্রদ্ধ বিরক্ত। গৌরী দার দক্ষ নেতৃত্বে, দিলীপ দা ও মোদিজীর আদর্শে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। তৃণমূল ভয় পেয়েছে দিনদিন স্পষ্ট হচ্ছে।
https://m.facebook.com/story.php?story_fbid=1012631849215642&id=622030441609120&sfnsn=mo
https://m.facebook.com/story.php?story_fbid=1012688949209932&id=622030441609120&sfnsn=mo