সুদূর ইংল্যান্ডে আক্রান্ত হিন্দুরা। শান্ত লেস্টারশায়ার শহরে একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর করে গেরুয়া পতাকা ছিড়ে ফেলা হল। শুধু তাই নয়, এলাকার হিন্দু পরিবারের শিশুদের পণবন্দী করে রাখার চেষ্টাও হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে জিহাদি মুসলিমদের হাত রয়েছে।
শনিবার রাতে আচমকাই ঝামেলা শুরু হয় লেইসেস্টারে। একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর ও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ছিঁড়ে ফেলা হয় মন্দিরের গেরুয়া পতাকাও। এলাকার লোকজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমনকি, ওই অঞ্চলের বাসিন্দা হিন্দুদের পরিবারের শিশুদেরও পণবন্দী করে রাখার চেষ্টা করেছিলে দুষ্কৃতীরা, এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত গত মাসে ভারত পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের পর। তখন ওই এলাকার হিন্দু পরিবারগুলিকে পণবন্দি করে রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হতেই তারা সরাসরি হামলা চালায় হিন্দু মন্দির এবং পরিবারগুলির উপর। পুরো হামলার ঘটনাটি কে ইসলামিক জিহাদিদের ‘টার্গেট অ্যাটাক’ বলে মনে করেছিল পুলিশ। শনিবার একই ধাঁচে হিন্দু মন্দির ও পরিবারগুলির উপর ফের হামলা সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে।
লেস্টারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার কড়া নিন্দা করেছে ভারতীয় দূতাবাস। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সত্ত্বর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।’ এছাড়াও যারা নির্যাতিত তাদের নিরাপত্তা দেওয়ার দাবিও করেছে ভারতের রাষ্ট্রীয় দূতাবাস। উকে প্রশাসনের সঙ্গে ভারত বিষয়টি নিয়ে কথা বলছে বলেও জানানো হয়েছে।