মোবাইলের সুইচ অফ। কলকাতায় সরকারি বাসভবন কিংবা অফিস কোথাও খোঁজ নেই রাজ্যের পদস্থ পুলিশ কর্তা রাজীব কুমারের। যেরকম অন্য অভিযুক্তদের করা হয়,ঠিক সেরকমই ব্যবস্থা নিতে যাচ্ছে সিবিআই। সোমবার রাজীব কুমারের তরফে দিন কয়েক সময় চাওয়া হয়েছিল। সিবিআই সূত্রে খবর, সময় দিতে রাজি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন দুয়েকের মধ্যেই ফের তাকে নোটিশ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
সিবিআই-এর নোটিশ পেলে সাধারণত যেরকম করে থাকেন অভিযুক্তরা, সেই তালিকা থেকে বাদ পড়লেন না রাজ্যের পদস্থ পুলিশকর্তা রাজীব কুমার। ফলে তাঁকে আরও বিপদে ফেলতে চলেছে সিবিআই। হাজিরার জন্য চাওয়া সময় না দিয়ে, দিন দুয়েকের মধ্যে ফের হাজিরার জন্য নোটিশ পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।
সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে বলে রাজীব কুমারকে নোটিশ দেওয়া হয়েছিল সিবিআই-এর তরফে। বর্তমান কর্মস্থল সিআইডির তরফে জানানো হয় ছুটিতে থাকায় হাজিরা দিতে পারছেন না রাজীব কুমার। সূত্রের খবর অনুযায়ী, জানানো হয় বারাণসীতে ছয়দিনের ছুটিতে গিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর। সুপ্রিম কোর্টে রাজীব কুমারের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দেওয়ার পর এই লুক আউট নোটিস জারি করা হয়। বসে নেই সিবিআইও। রাজীব কুমার কোথায় রয়েছেন তা জানার চেষ্টা করছে সিবিআই।