ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে গিয়ে ট্রোলড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকাদেবীর সময়টা ভালো যাচ্ছে না মোটেই। সম্প্রতি কয়েকদিন আগে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। সেই নিয়ে বাম সমর্থকদের বিরাগভাজন হতে হয় স্বস্তিকাকে।
এবার বাম ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে অংশ নিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী।
‘মিটু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব’ – এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় যোগ দেন স্বস্তিকা। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। তার মধ্যে একটায় এসএফআই-এর ‘প্রতিবাদী’ পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন স্বস্তিকা। যেখানে বড় বড় হরফে লেখা – ‘আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম’।
ব্যস। ট্রোলড শুরু। একজন লিখেছেন, ‘আমাদের মসজিদে আগামী সকালের গায়ত্রী মন্ত্র পাঠ হোক’ – এই লেখাটা খুঁজে পেলাম না, পিছনে চাপা পড়ে গেছে বোধহয়’। আরেকজন লেখেন- ‘সব সময়, ’ মন্দিরে আজান’ কেন? মসজিদে কীর্তনটাও লিখুন, সেকুলারিজমের নামে তোষন নীতি দিয়ে আর যাই হোক বিপ্লব সম্ভব না!’ আরেকজন একধাপ এগিয়ে লিখেছেন, ‘পূজার মন্ডপে আযান তো একবার হয়েছে আগামীকাল মসজিদে একটু চন্ডীপাঠ হোক? এই দাবিটা রাখতে পারেন তো’। অবশ্য এই ট্রোলের কোনও জবাব দেননি স্বস্তিকা।