কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে রাজ্য সরকার৷ এ দিন হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এমনই আশ্বাস দিলেন রাজ্যের ডিজি সিকিউরিটি৷ রাজ্যের এই আশ্বাস পাওয়ার পরই শুভেন্দু অধিকারীর দায়ের করা এই মামলার নিষ্পত্তি করলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ৷
বিজেপি-তে যোগ দেওয়ার পর গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলায় দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি নেতা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় সভা বা রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গেলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা৷ পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করেন শুভেন্দু৷ এর পর বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর ওই মামলার সঙ্গেই আরও একটি আবেদন যুক্ত করেন তিনি৷
শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি কেন্দ্রের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেও বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের তরফেও ক্যাবিনেট মন্ত্রীর সমতুল নিরাপত্তা পাওয়ার কথা তাঁর৷ শুভেন্দু যুক্তি দেন, কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর উপরে হওয়া কোনও হামলা বা শারীরিক ক্ষতি আটকানোর জন্য৷ কিন্তু বিরোধী দলনেতার কনভয়ে পাইলট কার, রুট লাইনিং বা তিনি কোথাও গেলে সেখানেও রাজ্যের তরফে কোনও নিরাপত্তার ব্যবস্থা থাকছে না বলে আদালতে অভিযোগ করেন শুভেন্দুর আইনজীবী৷ ২ মে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে জয়ের শংসাপত্র আনতে গিয়েও শুভেন্দু আক্রান্ত হন বলে আদালতে জানানো হয়৷
শুভেন্দুর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য পুলিশের তরফে৷ সেখানে দাবি করা হয়, শুভেন্দুর নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল রাজ্য পুলিশ প্রশাসন৷ শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তা নিয়ে কেন্দ্র- রাজ্য আলোচনা হয় বলেও আদালতে জানানো হয়৷ এর পরই রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রত্যাহার করে বলে আদালতে জানায় রাজ্য সরকার৷ বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আদালতকে আশ্বস্ত করা হয়৷
যদিও শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার দাবি করেন, রাজ্য সরকার বিরোধী দলনেতার জন্য পাইলট কার, রুট লাইনিং-এর মতো নিরাপত্তা সংক্রান্ত বন্দোবস্তগুলি না করায় কোথাও যাতায়াত করতে গিয়ে তাঁকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷ রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোনও কাজে শুভেন্দু কোথাও গেলে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয়৷ রাজ্যের ডিজি সিকিউরিটি-র তরফে বিরোধী দলনেতার জন্য এই সমস্ত ব্যবস্থা করারই আশ্বাস দেওয়া হয় আদালতে৷ রাজ্যের আশ্বাস পাওয়ার পরই মামলার নিষ্পত্তি করেন বিচারপতি শিবকান্ত প্রসাদ৷