প্রার্থনার পর ‘ভারত মাতা কি জয়’ বলায় পড়ুয়াকে ভর্ৎসনা করল খ্রিস্টান মিশনারি স্কুল। পড়তে হল শাস্তির মুখেও। মধ্যপ্রদেশের গুনা জেলার খ্রাইস্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের এই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শাস্তির কথা প্রকাশ্যে আসতেই স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শিবাংশ জৈন নামের এক পড়ুয়া প্রার্থনার পর ‘ভারত মাতা কি জয়’ বলেন। তিনি জানিয়েছেন, ‘জাতীয় সংগীতের পর আমি স্লোগান দিই ‘ভারতমাতা কি জয়। এরপরই জাস্টিন স্যার এসে আমাকে লাইনের বাইরে দাঁড়াতে বলেন। তিনি ধমক দিয়ে বলেন, ‘এসব কী বলছ, যাও ফাদার ডাকছেন।’ পরে আমার শ্রেণি শিক্ষিকা জসমিনা খাতুন আমাকে বলেন, আমি যেন বাড়িতে এসব বলি’।
এখানেই শেষ নয়। ক্লাসে শিবাংশের এক সহপাঠী রেড হাউসের সহ অধিনায়ক ঘোষিত হওয়ার পরে শ্রেণি শিক্ষিকা নাকি বলেন, ‘এক ছাত্র ক্লাসকে গর্বিত করছে। আর শিবাংশ ক্লাসের নাম ডোবাচ্ছে’। এরপর ওই পড়ুয়াকে চারটি পিরিয়ড মাটিতে বসে ক্লাস করতে বাধ্য করা হয়।
বুধবার এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। আসলে শিবাংশ বাড়িতে যাওয়ার পরে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। খাওয়া দাওয়াও করতে চায়নি। এরপর অভিভাবকদের প্রশ্নের উত্তরে সব কথা খুলে বলে সে। পরদিনই তার মা-বাবা তো বটেই, কয়েকটি সামাজিক সংগঠনও স্কুলের সামনে বিক্ষোভ দেখায়।