আল-আকসা মসজিদ নিয়ে ফের উত্তপ্ত জেরুজালেম। ইজরায়েলি পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জখম ৬০ প্যালেস্তিনীয়। জানা গেছে, আল-আকসা মসজিদে নমাজের পর কয়েকজন মুখোশধারী পাথর এবং আতশবাজি ছুঁড়তে শুরু করে। তারপরই সেখানে আসে ইজরায়েলের পুলিশ।
পাথর হামলা ঠেকাতে পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে ইজরায়েলি পুলিশ। অফিসার ইলিয়াহু লেভি বলেছেন, দাঙ্গাকারীরা হামাসের পতাকা হাতে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল। তিনি আরও বলেছেন, ‘আমরা নমাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে ভিতরে ঢুকেছি। মসজিদে প্রবেশের কোনও ইচ্ছা আমাদের নেই। কিন্তু পশ্চিমের দেওয়ালে পাথর ছুঁড়লে আমরা তা মানব না’।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ ১৫ এপ্রিল বিকেল ৪ টে থেকে ১৭ এপ্রিল পর্যন্ত লাকডাউন জারি করা হয়েছে। তবে ১৫ এপ্রিল টেম্পল মাউন্টে প্রার্থনায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে প্যালেস্তাইনের নাগরিকদের। তবে প্রার্থনা শেষেই প্যালেস্তিনীয়দের পশ্চিম তীরে ফিরে যেতে হবে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে প্যালেস্তাইনের হামলায় ১৪ জন ইজরায়েলির মৃত্যু হয়েছে। এর জেরে জেরুসালেম এবং পশ্চিম তীরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।