কংগ্রেসের বরিষ্ট নেতা ও দেশের প্রাক্তন স্বরাষ্ট্র, অর্থমন্ত্রী পি চিদম্বরম INX মিডিয়া দুর্নীতি মামলা CBI এর হাতে গ্রেফতার হয়েছেন। চিদাম্বরম আদালত থেকে প্রায় ২০ বারেরও বেশি বার জামানত নিয়েছেন কিন্তু এবার দিল্লী কোর্ট তার জামানতের আবেদনকে বাতিল করে দেয়। সিবিআই তার বাড়িতে ঢুকে গ্রেপ্তার করে। জামানত বাতিল হওয়ার পর তিনি পলাতকও হয়ে গেছিলেন, কিন্তু ২১শে আগস্ট সিবিআই তাকে গ্রেপ্তার করে নেয়। দুর্নীতি মামলায় পি চিদম্বরমে পেছনে CBI ছাড়াও, ED ও কাজ করছে।
আদালতে এই ইস্যুতে বিশেষ শুনানি রয়েছে। কংগ্রেসের বড়ো বড়ো উকিলরা মাঠে নেমে পড়েছে চিদম্বরমকে CBI ও ED এর হাত থেকে রক্ষার জন্য। কিন্ত আদালতে শুনানি শুরুর আগেই সুপ্রিম কোর্টের সামনে বড়ো তথ্য ফাঁস করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এর দাবি- সিঙ্গাপুর, ফিলিপিনস, শ্রীলঙ্কা ও স্পেন,অস্ট্রিয়া, আর্জেন্টিনা, গ্রিস, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মোনাকো, মালয়শিয়াতে বহু টাকার সম্পত্তি জমিয়ে রেখেছে পি চিদম্বরম। একই সাথে বহু ব্যাংক একাউন্টের সন্ধানও পেয়েছে ইডি। সব সম্পত্তি ও ব্যাংক একাউন্টের তথ্য ইডির হাতে আছে বলে জানা গেছে।
ED ও সিবিআই এর মামলার ইস্যুতে চিদম্বরম এর যে বিশেষ আবেদনের শুনানি হওয়ার কথা, ঠিক তার আগেই বড়ো পর্দাফাঁস করেছে ইডি। INX মিডিয়া মুখ্য ইন্দ্রানী মুখার্জী তার বিবৃতিতে চিদম্বরমেদ নাম প্রকাশ করেছেন। ইন্দ্রানী মুখার্জী তৎকালীন অর্থমন্ত্রী চিদাম্বরমের দুর্নীতির কথা প্রকাশ করেছেন। আর এখন ED আদালতের কাছে চাঞ্চল্যকর হলফনামা পেশ করে দিয়েছে। এখন চিদাম্বরমের মধ্যে দিয়ে আরো কত বড়ো মাছ জালে ফাঁসতে পারে তা দেখার অপেক্ষায় পুরো দেশ।