‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী। এই মর্মে তিনি কন্যাকুমারী থেকে চলা শুরু করেন। তাঁর এই যাত্রা এখনও শেষ হয়নি। তিনি ঠিক করেছেন যে, তিনি কাশ্মীর পর্যন্ত ৩, ৫০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পার করবেন। এদিকে, বিশ্রাম পর্ব চলার মাঝেই স্থানীয়রা তাঁর মুখোমুখি হলে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই উত্তরই দেন তিনি।
রোদ, বৃষ্টি ও ঝড় প্রসঙ্গে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হলে তিনি জানান, “কেউ আমাদের থামাতে পারবে না”। অপরদিকে, দিনরাত রোদে ঘোরাফেরা করার কারণে ট্যান পড়া ইস্যু তুলে তাঁকে সানস্ক্রিন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানা, ” ‘আমার মা আমাকে এটি (সানস্ক্রিন) দিয়েছিলেন। কিন্তু আমি সেটা ব্যবহার করছি না”।
কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করার পরে তিনি সবেমাত্র কর্ণাটক পৌঁছেছেন। সোমবারে সেখানে উপস্থিত থেকে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। সেখানেই একজন তাঁকে সানস্ক্রিন ব্যবহার করার ব্যাপারে জিজ্ঞাসা করলে উপরিউক্ত উত্তরটি দেন তিনি। এককথায় তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি সানস্ক্রিন ব্যবহার করেন না।