উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার জন্য কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা| সাংসদ আর কে সিনহার মতে, দিল্লিতে হিংসার জন্য দায়ী কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা| সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কাকে দিল্লি-হিংসার ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছেন সাংসদ আর কে সিনহা|সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ আর কে সিনহা বলেছেন, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা বিভিন্ন জনসভায় ও নিজেদের বক্তব্যের মাধ্যমে কিছু মানুষকে উস্কানি দিয়েছেন, তাই হিংসাত্মক ঘটনা ঘটেছে দিল্লিতে| সাংসদ আর কে সিনহা আরও বলেছেন, সংসদে যাঁরা অশান্তি করছে, সাম্প্রতিক দাঙ্গার জন্য তাঁরাই দায়ী| এই ধরনের মানুষ ষড়যন্ত্রকারীদের শ্রেণিতে আসে, তাঁদের জেলে রাখা উচিত|প্রসঙ্গত, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে সোমবার সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস সাংসদরা| ‘অমিত শাহকে পদত্যাগ’ করতে হবে-এই স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা| উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শশী থারুর, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ| দিল্লি হিংসার প্রেক্ষিতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ দেখান তৃণমূল কংগ্রেস সাংসদরাও| চোখে কালো কাপড় বেঁধে ‘নিরব প্রতিবাদ’ প্রদর্শন করেন তৃণমূল সাংসদ কাককি ঘোষ দস্তিদার, সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র প্রমুখ| উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে সোমবার সকালেই গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন আম আদমি পার্টি (আপ)-র সাংসদরাও| ‘হিংসার সমর্থক, বিজেপি সরকার মুর্দাবাদ-মুর্দাবাদ’-স্লোগান দিতে থাকেন সঞ্জয় সিং-সহ আপ-এর অন্যান্য সাংসদরা|
2020-03-02