দু’দিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে এসেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন যোগী, পরবর্তী দিন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছে যান যোগী আদিত্যনাথ। সেখানে বেশ কিছু সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন যোগী আদিত্যনাথ।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যোগী আদিত্যনাথ চলে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনে। সেখানে নাড্ডার সঙ্গেও বেশি কিছু সময় ধরে কথা বলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ও নাড্ডার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে যোগীর, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সামনেই বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। কিন্তু, যোগী সরকারের বিরুদ্ধে কোভিড নিয়ে নানা বিতর্ক উঠেছে। বিরোধীরা তো বটেই, রাজ্য বিজেপি-র অন্দরেও যোগীর ভূমিকা নিয়ে একটা অসন্তোষ দানা বেঁধেছে বলে সূত্রের খবর। এমতাবস্থায় মোদী, শাহ ও নাড্ডার শরণে এলেন আদিত্যনাথ।
2021-06-11