শহিদ স্মরণ দিবসে শহিদ বিজেপি কার্যকর্তাদের নতমস্তকে, বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “আজ অভিশপ্ত ২রা মে, নির্বাচন পরবর্তী হিংসার দ্বিতীয় বর্ষপূর্তি। ভোট পরবর্তী হিংসার দ্বিতীয় বর্ষপূর্তিতে সকল শহিদ বিজেপি কার্যকর্তাদের নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করি।”
শুভেন্দু লিখেছেন, “২০২১সালের ২রা মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর স্বৈরাচারী হিংস্র তৃণমূলের গুন্ডারা ক্ষমতার দম্ভে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করতে বিজেপি কার্যকর্তাদের উপর যে বর্বরোচিত অত্যাচার করে নৃশংস ভাবে খুন করেছে তা পশ্চিমবঙ্গ তথা দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’। আমি শহিদ বিজেপি কার্যকর্তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাদের নতমস্তকে বিনম্র চিত্তে স্মরণ করি।
আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। গণতান্ত্রিকভাবে আইনি প্রক্রিয়ায় প্রকৃত দোষী তৃণমূলের গুন্ডাদের উন্মত্ত পাশবিক সন্ত্রাসে অত্যাচারিত ও খুন হওয়া শহিদ বিজেপি কর্মীরা ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত এবং অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”