ক্রিসমাসের দিনে নয়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে ২৫শে ডিসেম্বর তারিখে পুরো বিশ্ব ক্রিসমাসের শুভেচ্ছা দেওয়ার কাজে মেতে থাকে, সেখানে তিনি ‘তুলসী পুজো’ দিবসের শুভেচ্ছা জানালেন। বড়দিনে তাঁর এই নয়া চমকই তাঁকে খবরের শিরোনামে নিয়ে এলো।
গত ২৫শে ডিসেম্বর তারিখে ছিল বড়দিন তথা ‘ক্রিসমাস ডে’। ওইদিন সোশ্যাল মিডিয়ায় চারিদিক ছেয়ে গেছিল ‘মেরি ক্রিসমাস’-এর বার্তায়। দেশ হোক বা বিদেশ একাধিক সামাজিক মাধ্যম উপচে পড়তে শুরু করেছিল ‘মেরি ক্রিসমাস’-এর বার্তাকে কেন্দ্র করে। এই আবহেই নিজ ফেসবুক আইডি থেকে সবাইকে চমকে দিয়ে “তুলসী পূজন” দিবসের শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা।
উল্লেখ্য, তুলসীগাছকে বা তুলসীপাতা হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে পবিত্র হিসাবে দেখা হয়। আর তাই এই সমস্ত ক্ষেত্রে তুলসী পাতা ছাড়া সম্পন্ন হওয়ার কথা ভাবাই যায় না। এদিকে, চলতি বছরে তুলসীপুজো দিবস পড়েছে ২৫শে ডিসেম্বর তারিখে তথা ক্রিসমাসের দিনে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী ‘মেরি ক্রিসমাস’ বলার পরিবর্তে ‘তুলসী দিবসের’ শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নিলে তা খবরের শিরোনামে চলে আসে।