বিনায়ক দামোদর সাভারকারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন শিবসেনা সাংসদ উদ্বব ঠাকরে। মঙ্গলবার তিনি বলেন, সাভারকার যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে আজকে পাকিস্তানের জন্ম হতনা। আমি গাঁধী ও নেহেরুর কাজকে অস্বীকার করছি না। এটা হয়তো ঠিক দেশের জন্য মহাত্মা গাঁধী ও জওহরলাল নেহেরু অনেক অবদান রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে তাঁরা ছাড়া আর কেউ দেশের কাজ করেনি।
এদিন সাভারকারের আত্মজীবনীমূলক এক বই প্রকাশের অনুষ্ঠানে ঠাকরে বলেন, আমাদের সরকার হিন্দুত্বের সরকার। তাই আমরা সাভারকারের জন্য ভারতরত্ন এর দাবি জানাচ্ছি। কংগ্রেস আক্রমণ করে তিনি বলেন, লোকসভা ভোটের সময় রাহুল গাঁধী যখন সাভারকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তখন আমিই প্রথম ব্যক্তি যে রাহুল গাঁধীকে বেকার লোক বলেছিলেন।
একইসঙ্গে তিনি আরও বলেন, এই বইয়ের ব্যাপারে রাহুল গাঁধীর জানা উচিত এবং এটা পড়ার জন্য আগ্রহ দেখানো উচিত। কারণ রাহুল বলেছিলেন, দেশের জন্য নেহেরু জেলে গিয়েছেন। আমি তাঁকে বলতে চাই, দেশের জন্য সাভারকার ১৪ বছর জেল খেটেছেন এবং প্রচুর অত্যাচার সহ্য করেছেন। নেহেরুর সঙ্গে ১৪ মিনিটের জন্যও যদি এরকম হতো, তবে তাঁকে আমি বীর বলতাম।