কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই আজ বাংলায় শাহ

কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে! নাড্ডার কনভয়ে হামলার পরেই তিন আইপিএসকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ। যদিও রাজ্যে সাফ জানিয়ে দিয়েছে যে কাউকে ছাড়া হবে না। এই অবস্থায় আজ শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর মন্ত্রক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি পাঠানো হয়েছে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরগুলিতে। সেই অনুযায়ী, আজ রাত ১১টা নাগাদ কলকাতায় পা রাখছেন শাহ। রাতে থাকবেন নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি। শনিবার সকালে ১০ টা নাগাদ এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শাহের। এরপর ১১টা নাগাদ যাবেন বিবেকানন্দে রোডে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে । তারপর হেলিকপ্টারে তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর। বেলা সাড়ে ১২টা নাগাদ সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন।

তারপর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান, দেবী মহামায়ার মন্দিরে পুজো দেওয়ার কথা শাহের। দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলিজুড়ি গ্রামে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন।

এরপর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর রাজনৈতিক সভা রয়েছে। সেখানেই শাহের হাত ধরে শুভেন্দুর যোগদানের কথা রয়েছে বলে জানা জাচ্ছে। শনিবার রাতে আবার হেলিকপ্টারে ফিরবেন কলকাতায়।

রাতে বালিগঞ্জের পার্ক লেনে এবং ওয়েস্ট ইন হোটেলে বৈঠক রয়েছে শাহের। দলের সাংগঠনিক অবস্থা নিয়ে বৈঠক করবেন শাহ। যেখানে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর রবিবারও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সকালেই হেলিকপ্টারে বীরভূমে যাওয়ার কথা অমিত শাহের।

বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ। ২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো। হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো-য়ে অংশ নেবেন অমিত শাহ।

এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করে, অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অমিত শাহের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আগামী বিধানসভায় দল কীভাবে লড়বে সেই বিষয়ে রূপরেখা তৈরি করে দিতেন পারেন দলের সেকেন্ড ইন কমান্ড! এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.