অধিকার ও সুরক্ষার দাবিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ মশাল মিছিল করল বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে। তাঁদের দাবি, আওয়ামি লিগ তাদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা চলতি বছরের জুলাই মাসের মধ্যে পূরণ করতে হবে।
সংগঠনের হাজার হাজার প্রতিনিধি এই মিছিলে অংশ নেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল অ্য়াডভোকেট রানা দাসগুপ্ত সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, মার্চ মাস থেকে সমস্ত মহকুমাতে এই ধরনের মিছিল হবে। দাবি না মিটলে জুলাইয়ের মাঝামাঝি থেকে আমরা আমরণ অনশনে বসব।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংখ্য়ালঘুদের অবদানের কথা তাঁরা বার বার তুলে ধরেন। তাঁরা বলেন, আমরাই আজ বিপন্ন। দিনের পর দিন ধরে আমাদের উপর দমনপীড়ন চলছে। আমাদের নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টা চলছে। নির্যাতন চলছে পুরোদমে। তাঁদের আশঙ্কা ভোট এগিয়ে এলে বাংলাদেশে সংখ্য়ালঘুদের উপর অত্য়াচার আরও বাড়বে। সংগঠনের নেতৃত্বের দাবি, মুক্তিযুদ্ধের সেই আদর্শ থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এটা ভাবা যাচ্ছে না।
তাঁদের দাবি, আওয়ামি লিগ ২০১৮ সালে ইস্তেহারে জানিয়েছিল জাতীয় সংখ্য়ালঘু কমিশন তৈরি করা হবে। কিন্ত ভোট জিতে যাওয়ার পরেও সেই প্রতিশ্রুতি আর পালন করা হয়নি। সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সেই ব্যবস্থা দ্রুত করা দরকার বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।