সলমন রুশদি বেঁচে আছন, এই কথা শুনেই হতবাক হয়ে গেলেন হামলাকারী হাদি মাতার। দুই দিন আগে আদালতে তিনি নির্দোষ, এমনটা নিজে দাবি করার পরেই, তাঁর এই নয়া মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করল। একাধিকবার হামলার পরেও সলমন রুশদি কীভাবে বেঁচে রয়েছেন, সেটা ভেবেই তিনি অবাক হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
দ্য নিউইয়র্ক পোস্টে চলতি সপ্তাহে বুধবারে একটি তথ্য প্রকাশিত হয়। সেই তথ্যেই উল্লেখ ছিল সলমন রুশদির অপর হামলাকারী হাদি মাতারের বয়ান। মূলত, বিখ্যাত সাহিত্যিকের ওপর হামলাকারী হাদি মাতারের সাক্ষাৎকার তুলে ধরে হয় সেখানে। ২৪ বছর হাদি মাতার এই সাক্ষাৎকারেই তিনি জানান যে, সলমন রুশদি বেঁচে আছেন, এটা জানতে পেরে তিনি রীতিমতো হতবাক।
এদিকে, হামলাকারী হাদি মাতারকে যখন জিজ্ঞেস করা হয় যে, তিনি সলমন রুশদি কর্তৃক লিখিত কোনো বই পড়েছেন কিনা, তখন তিনি জানান, “আমি কয়েকটা পাতা পড়েছি। আমি ওনাকে (সলমন রুশদি) একদম পছন্দ করি না। আমার মতে উনি ভাল মানুষ নন। উনি এমন একজন, যিনি ইসলামকে আক্রমণ করেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসে আক্রমণ করেছেন”। যদিও, এটা এখনও স্পষ্ট নয় যে, হাদি ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর ভিত্তিতে সাহিত্যিক সলমন রুশদির ওপর হামলা করেছিলেন কিনা।