পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ করা হবে : অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ করা হবে। গ্রামের যুব সমাজের উন্নয়ন করা হবে, প্রত্যেকটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করবে বিজেপি সরকার। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভা থেকে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সহ। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আমফানের টাকা যাঁরা খেয়েছে, বিশেষ তদন্তকারী দল গঠন করে তাঁদের শাস্তি দেওয়া হবে। সুন্দরবনকে অন্যতম উন্নত এলাকায় উন্নীত করা হবে বলেও আশ্বস্ত করেছেন অমিত শাহ।
এদিন দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “বন্ধুগণ গঙ্গাসাগরের পবিত্র তীর্থভূমিতে এসে নিজেকে ধন্য মনে করছি। কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এটা বাংলার পবিত্র ভূমি, এখানকার মানুষ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলা থেকে তৃণমূলকে সরাতে হবে। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের বলিদান দিবসে তাদের শ্রদ্ধা জানাই। বাংলায় এখন শুধুই দুর্নীতি-তোলাবাজি চলছে, সুন্দরবনের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের ঘোষণাপত্রে বলা আছে, সুন্দরবনকে সবথেকে উন্নত ক্ষেত্র হিসেবে আমরা গড়ে তুলবো।” স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আপনারা এবার বিজেপি সরকার গঠন করুন। আমরা নলের মাধ্যমে প্রত্যেকটি ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করবো। সুন্দরবনে বিশ্বজুড়ে পর্যটকদের আনার জন্য একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দরবনকে অন্যতম উন্নত এলাকা বানানো হবে।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “কেন্দ্রে বিজেপি সরকার হতেই ১৫ কোটি প্রকল্প মোদী সরকার পাঠিয়েছে। কিন্তু দিদি এখানে চালু করতে দেননি। আমফানের পর ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কিন্তু এখানকার জনগণ কিছুই পাননি। আমফানের ১০ হাজার কোটি টাকা কোথায় গেল ? সব টাকা খেয়েছে ভাইপো কোম্পানি। বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরি করে চুরির টাকা বের করা হবে। দোষীদের আমরা জেলে ঢোকাবো।” অমিত শাহ আশ্বস্ত করেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গ্রামীণ বিকাশ হবে। গ্রামের যুব সমাজের উন্নয়ন করবে বিজেপি। ” মমতা সরকারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “১০ বছর মমতা দিদির সরকার আছে। কিন্তু, মহিলাদের জন্য কোনও সংরক্ষণ করেননি। কিন্তু, এবার আপনারা বিজেপি সরকার তৈরি করুন মহিলাদের জন্য ৩৩ শতাংশ রিজার্ভেশন আমরা করব। বাংলায় বিজেপি সরকার এলে যে কোনও সরকারি পরিবহণে মহিলাদের জন্য নিঃশুল্ক যাতায়াতের ব্যবস্থা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.