তিনি নরেন্দ্র মোদীকে সমর্থন করেন। তিনি বিজেপিকে সমর্থন করেন। স্ত্রীর পাশে দাঁড়িয়ে এভাবেই নিজের সমর্থন স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এবার আরএসএস-এর ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়। যা দেখে আবার জাদেজাকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।
সোমবার এক অনুষ্ঠানে আরএসএস নিয়ে নিজের মতামত প্রকাশ করেন জামনগর উত্তরের বিধায়ক। সেই অনুষ্ঠানের ভিডিয়ো টুইটারে পোস্ট করে রবীন্দ্র জাদেজা লেখেন, ‘আরএসএস নিয়ে তোমার জ্ঞান দেখে আমার ভালো লাগছে। আরএসএস এমন একটি সংগঠন যা ভারতীয় সংস্কৃতি এবং আমাদের সমাজের মূল্যবোধকে সমুন্নত রাখার আদর্শ প্রচার করে। তোমার জ্ঞান এবং কঠোর পরিশ্রমই তোমাকে বাকিদের থেকে আলাদা করে। এটা বজায় রেখো।’
জাদেজার এই মন্তব্যেই উঠেছে সমালোচনার ঝড়। বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিজেপি দেশের সবকিছু দখল করে নিচ্ছে, খেলাও। কংগ্রেস নেতা রশিদ অলভি এই নিয়ে বলেন, ‘শুধু খেলাধুলা নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সর্বত্রই ভারতীয় জনতা পার্টি এমন পরিবেশ তৈরি করেছে যে সবাই এই বিজেপি নেতাদের খুশি রাখার চেষ্টা করছে। তাদের বেশিরভাগই আয়কর বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলিকে ভয় পায়, যা এই সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। সব এজেন্সি খেলনায় পরিণত হয়েছে। তারা তাদের নিয়ে খেলছে। এই কারণেই মানুষ ভীত এবং তারা শুধু বিজেপিকে খুশি রাখতে চায়।’