‘ভুল ধারণা’ দূর করতে বিদেশি মিডিয়ার সঙ্গে বসবেন আরএসএস প্রধান

আগামী ২৪ সেপ্টেম্বর বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের অন্তত ৭০ জন সাংবাদিকের প্রশ্নের জবাব দেবেন তিনি।  সেখানে ‘সব বিষয়’ নিয়েই তাঁকে প্রশ্ন করা যাবে।

আরএসএসের তরফে জানানো হয়েছে, সরসঙ্ঘচালকজি স্থির করেছেন, বিদেশি মিডিয়ার সব প্রশ্নের খোলাখুলি জবাব দেবেন। কিছুদিন ধরেই তিনি ভাবছিলেন, বিদেশি মিডিয়ার সঙ্গে কথা বলবেন। কিন্তু জার্মান দূত ওয়াল্টার লিন্ডার তাঁর সঙ্গে দেখা করার পরে আন্তর্জাতিক প্রেস যে প্রতিক্রিয়া দেখাল, তার পরে তিনি স্থির করেছেন, অবিলম্বে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

গত ১৭ জুলাই লিন্ডার আরএসএসের সদর দফতরে গিয়েছিলেন। তারপর একাধিক বিদেশি মিডিয়া লিন্ডারের সমালোচনা করে বলে তিনি একটা ‘ফ্যাসিস্ট’ সংগঠনের কার্যালয়ে গেলেন কেন? আরএসএস মুখপাত্র সেই ঘটনার উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া দেখে আমরা বুঝলাম, আমাদের মতো জাতীয়তাবাদী সংগঠন সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। আমরা মনে করি আলোচনার মাধ্যমে যে কোনও ভুল ধারণা দূর হতে পারে।

তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড লিখেছিল, আরএসএস একটি শক্তিশালী অতি দক্ষিণপন্থী সংগঠন। জেরুজালেম পোস্ট লিখেছিল, জার্মান দূত একটি ফ্যাসিস্ট ভারতীয় গোষ্ঠির অফিসে যাওয়ায় অনেকে অসন্তুষ্ট হয়েছেন।

২৪ সেপ্টেম্বর মোহন ভাগবত প্রথমে বিদেশি সাংবাদিকদের সামনে ভাষণ দেবেন। পরে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করবেন। সেখানে কোনও প্রসঙ্গই বাদ থাকবে না। মোহন ভাগবত সম্ভবত ভাষণে বলবেন, কেরল ও মহারাষ্ট্রে বন্যার সময় আরএসএস ত্রাণের কাজ করেছে। তিনি উদাহরণ দিয়ে বলবেন, আরএসএস প্রভাবিত বিভিন্ন সংগঠন মাঝে মাঝে বিজেপি সরকারের নানা সিদ্ধান্তের প্রতিবাদও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.