প্রয়াত হলেন বর্ষীয়ান আরএসপি (RSP) নেতা ক্ষিতি গোস্বামী (Kshiti Goswami)। রবিবার ভোরে চেন্নাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বর্তমানে তিনি ছিলেন আরএসপি রাজ্য সম্পাদক। পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে ক্ষিতি গোস্বামী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ের এক হাসপাতালে। সেখানে অস্ত্রপ্রচার হয়েছিল তাঁর। সূত্রের খবর, ভালই হয়ে উঠেছিলেন তিনি। আচমকাই শনিবার আবারও অসুস্থ হয়ে পড়েন ক্ষিতি। এদিন ভোরে শেষ রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে রাজ্যের বাম রাজনীতিতে এক শূন্যতা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নীল রায়।