রামকৃষ্ণ পরমহংসের ছবি। তাঁর মাথার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ-তারকেশ্বর রাস্তার উপরে স্বাগত তোরণের লাগানো হয়েছে এমন ছবি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
গেটওয়ে অফ আরামবাগ। আরামবাগের প্রবেশ দ্বারে পারুল এলাকায় আরামবাগ থেকে মায়াপুর গামী রাজ্য সড়কের উপর আরামবাগ পুরসভার নামাঙ্কিত এই তোরণটি তৈরি হয়।
তোরণের মাথার উপর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ছবি আর তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে। এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নজরে আসতেই হইচই শুরু করেন বিরোধীরা।
আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ বাগ বলেন, ‘তৃণমুলের এটাই সংস্কৃতি। রামকৃষ্ণদেবের ছবির উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হচ্ছে। এটা খুবই লজ্জাজনক। আমরা ধিক্কার জানাই’। তবে বিরোধীদের তোপের মুখে ভুল স্বীকার করেছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। তিনি বলেন, ‘এমনটা হলে ভুল হয়েছে। বিষয়টা দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে’।