রাজ্যসভা নির্বাচন : আটটি রাজ্যের ১৯টি আসনে চলছে ভোটগ্রহণ

দেশের আটটি রাজ্যের ১৯টি রাজ্যসভা আসনের জন্য চলছে ভোটগ্রহণ। শুক্রবার সকাল ন’টা থেকে অন্ধ্রপ্রদেশ (চারটি আসন), গুজরাট (চারটি আসন), ঝাড়খণ্ড (দু’টি আসন), মধ্যপ্রদেশ (তিনটি আসন), মণিপুর (একটি আসন), মিজোরাম (একটি আসন), মেঘালয় (একটি আসন) ও রাজস্থান (তিনটি আসন)- এই আটটি রাজ্যে শুরু হয় রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ। রাজনৈতিক মহলের মতে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থানে।

অন্ধ্রপ্রদেশ :

রাজ্যসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালেই অমরাবতীতে রাজ্য বিধানসভায় গিয়ে ভোট দেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি-সহ অন্যান্যরা।

গুজরাট :

গুজরাট বিধানসভায় এদিন সকাল থেকেই চারটি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। গুজরাটে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যেই। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন মাতার আসনের বিজেপি বিধায়ক কেশরীসিনহ জেসাঙ্গভাই সোলাঙ্কি, এম্বুলেন্সে বিধানসভায় এসে ভোট দিয়ে যান তিনি।

রাজস্থান :

রাজস্থানে এদিন তিনটি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। সকালেই ভোট দেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপ-মুখ্যমন্ত্রী শচিন পাইলট, বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে প্রমুখ। সকাল ন’টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে চারটে পর্যন্ত। গণনা শুরু হবে বিকেল পাঁচটা থেকে।

মধ্যপ্রদেশ :

মধ্যপ্রদেশেও সকাল থেকেই তিনটি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়। সকাল সকাল ভোট দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ। কমলনাথ এদিন দাবি করেন, একটি রাজ্যসভা আসনে আমরা জয়ী হবই। কমল নাথের বাসভবন থেকে বাসে চেপে বিধানসভায় পৌঁছন কংগ্রেস বিধায়করা।

এছাড়াও ঝাড়খণ্ড, মনিপুর, মেঘালয়, মিজোরাম প্রভৃতি রাজ্যে এদিন সকাল থেকেই রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.