সাসপেন্ড হওয়া সাংসদদের অসংসদীয় আচরণ নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি তথা সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। নিজের চিন্তাকে ব্যক্ত করতে গিয়ে চেয়ারম্যান জানিয়েছেন, সংসদের ভেতরে একটা নতুন প্রবৃত্তি বেড়ে চলেছে যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংসদের নিয়ম এবং পরম্পরাকে শ্রদ্ধা জানিয়ে অধিবেশনে যোগ দেওয়া উচিত প্রতিটা সাংসদের। এদিন অধিবেশন শুরু হওয়ার পরই সাসপেন্ড কাণ্ড নিয়ে বিরোধী দলের সাংসদরা অধিবেশন থেকে ওয়াকআউট করে। এই প্রসঙ্গে চেয়ারম্যান জানিয়েছেন, সাংসদ সাসপেন্ড হওয়ার নতুন কোন ঘটনা নয়। ওয়াক আউট না করে সাংসদদের উচিত অধিবেশনের কাজে যোগ দেওয়া। সাসপেন্ড হওয়ার সাংসদদের বোঝা উচিত ভুলটা তারা কোথায় করেছে।

বিরোধীরা প্রশ্ন করবে আর সরকারপক্ষ জবাব দেবে এই ভাবেই সংসদের কাজ। কিন্তু সম্প্রতি এক নতুন প্রবৃত্তি সংসদে দেখা যাচ্ছে। যার ফলে উদ্বেগ বেড়ে চলেছে। ডেপুটি চেয়ারম্যান এর ওপর অযথা অভিযোগের আঙুল না তুলে আত্মসমীক্ষা করাটা প্রয়োজন। বেঙ্কাইয়া নাইডু আরও জানিয়েছেন ডেপুটি চেয়ারম্যান তাকে চিঠি দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.