দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণের অভিযান শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে। এদিন টিকাকরণ অভিযানের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য দেশের বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিষেধক তৈরি এবং সরবরাহ ক্ষেত্রে যে দৃঢ়তা প্রদর্শিত হয়েছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার রাজনাথ সিং নিজের টুইট বার্তায় লিখেছেন, করোনা সংকট থেকে উদ্ধারের লক্ষ্যে নির্ণায়ক পদক্ষেপ গ্রহণ করে ভারত সহ গোটা বিশ্বজুড়ে বৃহত্তম টিকাকরণ অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় তিন কোটি মানুষকে টিকা দেওয়া হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে টিকা তৈরি করার জন্য গোটা দেশ আজকে ভারতের বৈজ্ঞানিকদের প্রশংসা করছে। প্রতিষেধক তৈরি হওয়া থেকে শুরু করে তা সরবরাহ গোটা প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সকল স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রশংসা করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী এবং অন্যান্য ফ্রন্টলাইন ওয়ার্কাররা করোনার বিরুদ্ধে টিকার মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। টিকাকরণের পরবর্তী পর্যায়ে ৩০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হবে।
2021-01-16