সিবিআইয়ের জেরা এড়িয়ে গেলেন প্রাক্তন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ সিবিআইয়ের চার সদস্যের একটি দল রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাসভবনে গিয়ে রাজীবকে একটি নোটিস দেওয়া হয়েছে। ওই নোটিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, সোমবার দুপুর পর্যন্ত রাজীব কুমারের দেখা মেলেনি সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর ব্যক্তিগত কাজে রবিবার উত্তর প্রদেশ চলে গিয়েছেন রাজীব। ইতিমধ্যে তাঁর নামের লুকআউট নোটিশ জারি করেছে অভিবাসন দপ্তর। সঙ্গে সিবিআইয়ের তলব রাজীব কুমারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বারাসাত আদালতে রাজীব কুমারের আইনজীবী তাঁর জামিনের জন্য আবেদন করেনি বলেই খবর। কিন্তু সিবিআই ও তাঁর জামিনের আবেদন খারিজ করার জন্য মরিয়া চেষ্টা চালাবে বলেই মনে করছে প্রশাসনের একটি মহল। এমন কঠিন পরিস্থিতিতে পড়ে রাজীব কুমারের সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
2019-05-27