Rahul Gandhi: লাদাখকে ইউক্রেনের সঙ্গে তুলনা, লন্ডনের অনুষ্ঠানে একযোগে RSS-মোদীকে তোপ রাহুলের

ফের একবার রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। লন্ডনে ‘আইডিয়াস অফ ইন্ডিয়া’ শীর্ষক এক কনক্লেভে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘একজন প্রধানমন্ত্রীর মধ্যে এই মনোভাব থাকা উচিত যে – আমি শুনতে চাই। তবে আমাদের প্রধানমন্ত্রী শোনেন না। আমনি এমন দেশ মেনে নিতে পারেন না যেখানে মানুষের বাকস্বাধীনতা নেই। এমন পিএমও হতে পারে না যেটা সঠিক কথা বলতে পারে না।’

এদিকে রাহুল গান্ধী বলেন, ‘আমরা মনে করি যে ভারত হল বিভিন্ন মানুষের চুক্তি। কিন্তু বিজেপি ও আরএসএস মনে করে যে ভারত একটি ভূখণ্ড মাত্র। তারা দেশকে সোনার পাখি মনে করে। তারা এর লাভ শুধুমাত্র গুটিকয়েক মানষের কাছে পৌঁছে দিতে চায়। কর্মের ভিত্তিতে তারা এই বণ্টন করতে চায়। তবে আমরা মনে করি ভারতের সবার এই লাভের উপর সমান অধিকার রয়েছে। তা সে দলিত হোক কি ব্রাহ্মণ হোক।’ 

রাহুল এদিন বলেন, ‘ভারতে গণতন্ত্র বিশ্বের জন্য মঙ্গলময়। কারণ আমরাই একমাত্র মানুষ যারা গণতন্ত্রকে এত বৃহৎ মাত্রায় পরিচালনা করেতে পেরেছি। যদি এতে ফাটল ধরে, এটি বিশ্বের জন্য একটি সমস্যা তৈরি করতে চলেছে। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করছে। যে প্রতিষ্ঠানগুলি কথা বলার সুযোগ দেয়, তাদের উপর নিয়মতান্ত্রিক আক্রমণ হচ্ছে। সংবিধানের ওপর হামলা হচ্ছে; ফলে ভারতের রাজ্যগুলো আর আলোচনায় বসতে পারছে না।’এদিন রাহুল ভারতের বিদেশ নীতি নিয়েও অনেক কথা বলেন। রাগার মতে, ভারতের সবথেকে বড় চ্যালেঞ্জ চিনা আগ্রাসন। এই আবহে তিনি ভারতকে নিজের সুযোগ বুঝে পদক্ষেপ করার ‘পরামর্শ’ দেন। এদিন তিনি কথা কথায় বলেন, ‘অনুগ্রহ করে এই সামঞ্জস্য দেখুন। ইউক্রেনে কী ঘটছে এবং লাদাখে কী ঘটছে?’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.