কলকাতা হাইকোর্টে মোমিনপুর কাণ্ডকে কেন্দ্র করে দায়ের হল দুটি মামলা। মূলত কলকাতার বুকে হওয়া দুটি হিংসার ঘটনাকে কেন্দ্র করেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা দুটি। হিংসাত্মক ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত পুরো এলাকা। এই মামলাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত ৪২ জন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে লক্ষ্মীপুজোর দিনে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতা অবস্থিত একবালপুরের মোমিনপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে একদিকে ইট, বোমা, কাঁচের বোতল ছোড়াছুড়ি করার অভিযোগ প্রকাশ্যে আসে। যেখানে অপরদিকে দোকান-পাট ভাঙচুরেরও খবর জানা যায়।
শুধুমাত্র তাই নয়, বিক্ষোভকারীরা পৌঁছে যায় একবালপুর থানাতেও। উক্ত থানাতেও তাঁরা হামলা চালায় অভিযোগ। এই হামলার জেরে এক পুলিশ আধিকারিকও আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ময়দানে নামে ও এলাকায় ১৪৪ ধারা জারি করে। এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে বিজেপির আইনজীবী সেলের সদস্য সুস্মিতা সাহা দত্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও এনআইএ তদন্তের দাবি করে। সেখানে নব্যেন্দু কুমার বন্দোপাধ্যায় নামক এক ব্যক্তির তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের দাবি করা হয়।