সামাজিক মাধ্যমের মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অব্যাহত।তার ফলোয়ারের সংখ্যা টুইটারে বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটি। দেশজুড়ে করোনা সংক্রমণ এবং পূর্ব লাদাখের গালওয়ানে চিনা আগ্রাসনের পরও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে একেবারে টলেনি তার প্রমাণ টুইটারে বেড়ে চলা ফলোয়ারের সংখ্যা। গত বছর সেপ্টেম্বরে টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ারের সংখ্যা ছিল পাঁচ কোটি। এই কয়েক মাসের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটিতে। প্রধানমন্ত্রী ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটারের ফলোয়ারের সংখ্যা হচ্ছে দুই কোটি ১৬ লক্ষ। ২০১৩ সালের মে মাসে টুইটারে যোগ দেন অমিত শাহ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে সক্রিয় ২০১৩ সালের এপ্রিল মাস থেকে। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা এক কোটি ৭৮ লক্ষ। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইটারে ফলোয়ারের সংখ্যা এক কোটি ৫২ লক্ষ।২০১৫ সালের এপ্রিলে টুইটারে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী।উল্লেখ করা যেতে পারে এদের সবার আগে টুইটারে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
২০০৯ সালের জানুয়ারি মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন। প্রযুক্তির প্রতি বরাবরই টান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কয়েক দশক আগে ভারতে রাজনৈতিক নেতারা যখন ইমেইল ব্যবহার করতে অনীহা দেখাতো। তখন রীতিমতো ব্যক্তিগত ল্যাপটপ চালিয়ে ই-মেইল ব্যবহারে পারদর্শী হয়ে উঠেছিলেন তৎকালীন বিজেপি কার্যকর্তা নরেন্দ্র মোদী। এমনকি ভারতে যখন প্রথম ডিজিটাল ক্যামেরার প্রচলন হল সেখানেও অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় অগ্রণী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতকে ডিজিটাল ইন্ডিয়ায় পরিণত করার জন্য নিজের উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের নজির রেখেছেন তিনি।