জেপি নড্ডা একজন শৃঙ্খলাপরায়ণ কার্যকর্তা। তিনি দলকে তৃণমূলস্তর থেকে শক্তিশালী করতে বছরের পর বছর ধরে কাজ করে চলেছেন। এমন ভাষাতেই ভারতীয় জনতা পার্টির(বিজেপি) নবনির্বাচিত সভাপতি জেপি নড্ডার প্রশংসা করে সোমবার ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন জগৎপ্রকাশ নড্ডা। গত এক বছর ধরে দলের কার্যকরী সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে সর্বসম্মতিক্রমে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। ২০১৯-’২২, আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নড্ডা।
সোমবার সকাল ১০টা থেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১০টা নাগাদ সেখানে মনোনয়নপত্র জমা দেন নড্ডা। অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটে নাগাদ দলের সভাপতি হিসাবে নড্ডার নাম ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচক কমিটির প্রধান রাধামোহন সিং।
ভোটাভুটি চলাকালীন এ দিন বিজেপির দফতরে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরি-সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয়রাও।
দলের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে জেপি নড্ডার নাম ঘোষণার পর দলের শীর্ষ নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নড্ডাজি একজন শৃঙ্খলাপরায়ণ কার্যকর্তা। তিনি হিমাচল প্রদেশের বিধায়ক পদে বা পরবর্তীতে একজন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দলের বিদায়ী সভাপতি অমিত শাহেরও ভূয়ষী প্রশংসাও করেন। তিনি আরও বলেন, অমিত শাহ জির নেতৃত্বে দল এক উচ্চ শিখরে পৌঁছেছে, তার ফল গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে। তেমনই এবার নড্ডা জির মেয়াদকালেও দল উচ্চ শিখরে থাকবে। তাঁর সভাপতি পদে আসীন হওয়ায় অভিনন্দন জানাই।
2020-01-21