আজ সকালে ঘুম থেকে উঠেই একটা ফোন পেলাম। ফোনের ওপার থেকে আমার এক পরিচিত বলল, “দ্বিগবিজয়দা জানেন তাপস পাল মারা গেছে ?” মাথায় আকাশ ভেঙ্গে পড়লো! বললাম কি আজে বাজে বকছো ? কিন্তু আমার সেই পরিচিত বলল, “দাদা টিভি খুলে দেখুন তাপস পাল আর নেই!” তাড়াহুড়ো করে টিভি খুললাম। দেখলাম সত্যিই “তাপস আর নেই!” ছোট ভাইয়ের মতো ছিল আমার। ওকে নিয়ে কত শত বিতর্ক! কিন্তু বিশ্বাস করুন, “তাপস একেবারেই তেমন ছিল না।” যারা ওঁকে কাছ থেকে দেখেছে তারা জানে, “বাড়ির সাদাসিধে ছেলে তার মতোই একেবারে সহজ সরল ছিল।” উত্তেজিত বক্তৃতা দিতে গিয়ে ভুল কথা বলে ফেলেছিল। খুব আবেগপ্রবণ ছিল তো। যা রাজনীতিকদের একেবারেই হতে নেই। তাই ভুল করে কথাগুলো বলে ফেলেছিল। কিন্তু, তাপস একেবারেই তেমন মানুষ ছিল না।
2020-02-18