লাখ-লাখ মানুষের অনুপ্রেরণা হলেন দ্রৌপদী মুর্মু। দুর্দান্ত রাষ্ট্রপতি পেতে চলেছে ভারত। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য,’নীতি সংক্রান্ত বিষয়ে তাঁর (দ্রৌপদী) অভিজ্ঞতা এবং সহানুভূতিশীল চরিত্রের কারণে আমাদের দেশ অত্যন্ত লাভবান হবে।’
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীর নাম ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই ঘোষণার পর মোদী বলেন, ‘সমাজের জন্য কাজ করতে এবং গরিব, নিপীড়িত ও প্রান্তিকদের ক্ষমতায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন দ্রৌপদী মুর্মুজি। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা অত্যন্ত বেশি এবং রাজ্যপাল হিসেবেও দারুণ মেয়াদ পার করেছেন। আমি নিশ্চিত যে উনি দেশের দুর্দান্ত রাষ্ট্রপতি হবেন।’
যদি দ্রৌপদী নির্বাচনে জিতে যান, তাহলে ইতিহাস গড়বেন। প্রথম আদিবাসী মহিলা হিসেবে বসবেন রাষ্ট্রপতির কুর্সিতে। সেই রেশ ধরে মোদী বলেন, ‘যাঁরা দারিদ্র্যতার সঙ্গে লড়াই করেছেন এবং জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাঁদের পাশাপাশি লাখ-লাখ মানুষ দ্রৌপদী মুর্মুজি’র থেকে শক্তি সঞ্চয় করেছেন। নীতি সংক্রান্ত বিষয়ে তাঁর অভিজ্ঞতা এবং সহানুভূতিশীল চরিত্রের কারণে আমাদের দেশ অত্যন্ত লাভবান হবে।’